• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

সেনবাগের খলিল মিয়ারহাটে ভয়াবহ অগ্নিকান্ড, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি


নোয়াখালী প্রতিনিধি নভেম্বর ৩, ২০২০, ১২:১৩ পিএম
সেনবাগের খলিল মিয়ারহাটে ভয়াবহ অগ্নিকান্ড, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের খলিল মিয়ারহাট বাজারে হক মার্কেটে মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে ভয়াবহ এক অগ্নিকান্ডে ৯টি দোকান সম্পূন ও দুইটি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের। 

এসময় আগুন নেভাতে গিয়ে অন্তত ১০ জন আহত হয়েছে। অগ্নিকান্ডে পুড়ে যাওয়া দোকানগুলো হচ্ছে, আবদুল ওহাবের নিজাম ষ্টোর তেলের দোকান, ওবায়দুল হকের হোমিও ঔষুধের ফামের্সী, সুশান্তের শান্তা হেয়ার কাটিং সেলুন, সাহাউদ্দিন ব্রাদার্স ট্রেডিং ষ্টোর, আবদুল মান্নানের কুলিং কর্ণার, আওয়ামীলীগের বঙ্গবন্ধু পরিষদ, নিজামের বোম্বে ইলেট্রিকস, জামাল উদ্দিনের মদিনা ট্রেডার্স।

খবর পেয়ে চৌমুহনী থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে দীর্ঘ দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জনায় সকালে খলিল মিয়ারহাট বাজারের হক মার্কেটের মান্নানের কুলিং কর্ণারের চুলা থেকে আগুন ছিটকে ওহাব মিয়ার তেলের দোকানে পড়লে সেখান থেকে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। ওই দোকানে তেলের ড্রাম ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় এলাকাবাসী আগুন নেভাতে সাহস পায়নি।

সোনালীনিউজ/জেএ/এসআই

Wordbridge School
Link copied!