• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

আশুলিয়ায় নদীতে ডুবে শিক্ষার্থী নিখোঁজ


আশুলিয়া প্রতিনিধি নভেম্বর ৭, ২০২০, ১২:৪৪ পিএম
আশুলিয়ায় নদীতে ডুবে শিক্ষার্থী নিখোঁজ

আশুলিয়া: আশুলিয়ায় মাছ ধরতে গিয়ে বংশাই নদীতে ডুবে টুটুল শেখ (১৭) নামের এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী ফায়ার সার্ভিসের অফিসার মিরাজ। এর আগে দুপুরে আশুলিয়ার ডগরতলী ইটখোলা এলাকায় বংশাই নদীতে মাছ ধরে নদী পাড় হওয়ার সময় নিখোঁজ হন তিনি। 

নিখোঁজ টুটুল শেখ আশুলিয়ার এনায়েতপুর বাঁশতলা এলাকার উজ্জ্বল শেখের ছেলে। সে আলহাজ্ব জাফর ব্যাপারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল। 

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে চার বন্ধু মিলে বংশাই নদীর ডগরতলী ইটখোলা এলাকায় মাছ ধরতে যায়। মাছ ধরা শেষ করে নদী সাঁতরে ৪ জনই পার হচ্ছিলো। এসময় তিন বন্ধু নদীর পাড় হয়ে উঠে আসলেও নিখোঁজ হয় টুটুল। পরে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের ১টি ইউনিট তাকে উদ্ধারে ওই নদীতে তল্লাশি চালায়।

টঙ্গী ফায়ার সার্ভিসের অফিসার মিরাজ জানান, টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায়।  তবে আলো স্বল্পতার কারণে রাতেই উদ্ধার অভিযান স্থগিত করা হয়। শনিবার সকাল থেকে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে। 

সোনালীনিউজ/এআই/এসআই

Wordbridge School
Link copied!