• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

মুন্সীগঞ্জে জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ 


মুন্সীগঞ্জ প্রতিনিধি নভেম্বর ১৫, ২০২০, ১২:৩৭ পিএম
মুন্সীগঞ্জে জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ 

মুন্সীগঞ্জ: জাতীয় সংসদ উপ-নির্বাচন ভোট জালিয়াতি ও নাশকতার মিথ্যা মামলায় বিএনপির নেতা কর্মিদের গ্রেফতারের প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।

রোববার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে শহরের সুপার মার্কেট সংলগ্ন জেলা বিএনপি কার্যলয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আতোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, শহর বিএনপির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি সুলতান আহম্মেদ, জেলা মহিলা দলের সভানেত্রী পাপিয়া ইসলাম প্রমুখ।

সোনালীনিউজ/এমএস/এসআই
 

Wordbridge School
Link copied!