• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সুন্দরবন-১১ লঞ্চে মিলল যুবকের রক্তাক্ত লাশ


বরিশাল প্রতিনিধি নভেম্বর ১৭, ২০২০, ১১:০৯ এএম
সুন্দরবন-১১ লঞ্চে মিলল যুবকের রক্তাক্ত লাশ

ঢাকা: ঢাকা-বরিশাল রুটের যাত্রীবাহী সুন্দরবন-১১ লঞ্চে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

লঞ্চের সুপারভাইজার মো. সিরাজ জানান, সোমবার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে মঙ্গলবার সকালে লঞ্চটি বরিশাল এসে পৌঁছে। যাত্রীরা নেমে যাওয়ার পর কর্মচারীরা লঞ্চ পরিষ্কার করতে গেলে তিন তলার ছাদে ধোয়া নির্গমনের চিমনির আড়ালে লাশটি পাওয়া যায়।

তিনি আরো জানান, ধারাল অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রাতে ঢাকা থেকে বরিশালে আসার কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যেখানে লাশ পাওয়া গেছে সেখানে সাধারণত যাত্রীরা যায় না। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পঠিয়েছে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!