• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

শ্রাবন্তীকে ফোন করে কুপ্রস্তাব দিয়ে খুলনায় যুবক গ্রেফতার


খুলনা প্রতিনিধি নভেম্বর ২০, ২০২০, ০৯:০৫ এএম
শ্রাবন্তীকে ফোন করে কুপ্রস্তাব দিয়ে খুলনায় যুবক গ্রেফতার

খুলনা: ওপার বাংলার জনপ্রিয় অ‌ভিনেত্রী শ্রাবন্তী চ‌্যাটা‌র্জীর ব‌্যবহৃত মোবাইল নম্বরে আপ‌ত্তিকর প্রস্তাব পাঠানোর অ‌ভিযোগে মাহাবুবুর রহমান (৩৩) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে খুলনার সোনাডাঙ্গায়। তাকে জিজ্ঞাসাবাদের জন‌্য পু‌লিশ ৫ ‌দিনের রিমান্ড আবেদন করে।

বৃহস্প‌তিবার (১৯ নভেম্বর) দুপুর‌ে রিমান্ড আবেদনের শুনানি শেষে খুলনার মেট্রোপ‌লিটন ম‌্যা‌জিস্ট্রেট মাহাবুবুর রহমানের এক‌দিনের রিমান্ড মঞ্জুর করে‌ন। মাহাবুবুর রহমান খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা‌র ৬/১ বক‌শিপাড়া রোডের বা‌সিন্দা সামছুল আলম সাহেবের বা‌ড়ির ভাড়া‌টিয়া আ‌তিকুর রহমানের ছেলে।

জানা গেছে, শ্রাবন্তী এ বিষয়ে ভারতীয় হাইক‌মিশনের মাধ‌্যমে বাংলাদেশ সরকারের কাছে বিচার চেয়ে‌ছিলেন। সেই সূত্র ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে পু‌লিশ হেড কোয়াটার্সের নির্দেশে খুলনা মেট্রোপ‌লিটন পু‌লিশের সোনাডাঙ্গা মডেল থানায় মামলা‌টি গত ১৬ নভেম্বর দায়ের হয়।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!