• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

ভোলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২


ভোলা প্রতিনিধি নভেম্বর ২১, ২০২০, ০৯:৫২ এএম
ভোলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২

ভোলা: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বেলুন ফুলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত দশজন।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার বাটামারা নসুর দোকান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন বেলুন বিক্রেতা ও স্থানীয় বাসু হাওলাদারের ছেলে মো. হাছনাইন। আহতরা হলেন- বড় মানকি ইউনিয়নের শাকিল, ফিরোজ ,বাপ্পি , পক্ষিয়া ৯ নম্বর ওয়ার্ডের নান্নু, সাগর লিমন, বাটমারা এলাকার ইউসুফ ও রাসেল। আহতদের মধ্যে ফিরোজ ,নান্নুর অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তপন চৌধুরী জানান, আহত অবস্থায় আটজন হাসপাতালে আসেন। গুরুতর আহত দুইজনকে ভোলা সদর হাসপাতাল প্রেরণ করা হয়েছে। বাকি ৬ জন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কামুক্ত।

বোরহানউদ্দিন ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বাটামারা নসুর দোকান মোড় এলাকায় অজ্ঞাত ব্যক্তি গ্যাস দিয়ে বেলুন ফুলিয়ে বাচ্চাদের কাছে বিক্রি করেন। রাত ৯টার দিকে হঠাৎ সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে ওই অজ্ঞাত বেলুন বিক্রেতাসহ ওই এলাকার হাছনাইন নামের এক স্কুলছাত্র ঘটনা স্থলেই মারা যায়।

বোরহানউদ্দিন থানার ওসি মাজাহারুল আমিন বলেন, ঘটনাস্থলে আছি। কীভাবে এ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় পেয়েছি। বেলুন বিক্রেতার পরিচয় এখনও পাওয়া যায়নি। 

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!