• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

মিরসরাইয়ে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত


মিরসরাই প্রতিনিধি নভেম্বর ২৫, ২০২০, ০৮:৪৭ পিএম
মিরসরাইয়ে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা: মিরসরাইয়ে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। 

বুধবার (২৫ নভম্বের) সকাল ৯ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসদরে এই দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহতের নাম নুরুল আলম (৫০)। তিনি উপজেলার ৫ নম্বর ওচমানপুর ইউনিয়নের পাতাকোট গ্রামের আহমেদুর রহমানের পুত্র। 

জানা যায়, বুধবার সকালে নুরুল আলম তাঁর বেয়াই (মেয়ের শশুর) নেয়ামত উল্লাহর সাথে মোটরসাইকেলযোগে ওচমানপুর থেকে সীতাকুন্ড যাচ্ছিল। মিরসরাই সদর অতিক্রম করার সময় একটি গাড়ি ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা নুরুল আলম সিটকে মহাসড়কে পড়ে যায়। এসময় পেছন দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের এএসআই খোন্দকার বাবুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নুরুল আলমকে চাপা দেওয়া কাভার্ডভ্যান আটক করা হয়েছে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!