• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০

মুন্সীগঞ্জে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির মানববন্ধন ও সমাবেশ 


মুন্সীগঞ্জ প্রতিনিধি ডিসেম্বর ১, ২০২০, ০৫:৩৫ পিএম
মুন্সীগঞ্জে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির মানববন্ধন ও সমাবেশ 

মুন্সীগঞ্জ: মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে ধৃষ্টতার্পূণ উক্তিকারীদের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে মুন্সীগঞ্জ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ পালন করা হয়।

এসময় সাংবাদিক মোঃ সাইফুর রহমান টিটুর সঞ্চালনায় বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম. এ কাদের মোল্লা, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং যুদ্ধকালীন কমান্ডার ৩ থানা বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন বাবুল, মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাব সভাপতি মীর নাসির উদ্দীন উজ্জল, জেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি বাবু সমর কুমার ঘোষ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কার্যনির্বাহী সদস্য রঞ্জন কুমার সাহ, জেলা মহিলা পরিষদের সহ-সভাপতি হামিদা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ। 

সোনালীনিউজ/এমএস/এসআই

Wordbridge School
Link copied!