• ঢাকা
  • বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫, ১৭ পৌষ ১৪৩০

মুন্সীগঞ্জে অ্যান্টিজেন টেস্ট শুরু


মুন্সীগঞ্জ প্রতিনিধি ডিসেম্বর ৫, ২০২০, ০২:৫৩ পিএম
মুন্সীগঞ্জে অ্যান্টিজেন টেস্ট শুরু

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ জেলাতে শুরু হয়েছে অ্যান্টিজেন টেস্ট। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে সকাল সাড়ে ১০ টা থেকে এই টেস্ট শুরু করা হয়। 

জেলারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিষ্ট মোঃ শহিদুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে ৫০০ টেস্ট কিট পাঠানো হয়েছে। 

শনিবার (৫ ডিসেম্বর) সাড়ে ১০টা থেকে টেস্টের কার্যক্রম শুরু হয়। তবে তাৎক্ষণিক কাউকে রেজাল্ট দেওয়া হচ্ছে না। কারন এখানে টেস্টের স্যাম্পল নেওয়ার পর তা অনলাইনের মাধ্যমে আইইডিসিআর এ পাঠানো হবে। এবং সেখানে সেই স্যাম্পল গুলো আরটিপিসিআর এর মাধ্যমে পরিক্ষা করা হবে। তারপর দুই টেস্টের রেজাল্ট নিশ্চিত হয়ে তা অনলাইন ও এসএমএস এর মাধ্যমে রোগীদের জানিয়ে দেওয়া হবে। 

তিনি আরো জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী ১০০ টাকা করে চার্জ নেওয়া হচ্ছে। আজ এই পর্যন্ত ১১ জনকে অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে।

সোনালীনিউজ/এমএস/এসআই
 

Wordbridge School
Link copied!