• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

নোয়াখালীতে মাদক ব্যবসায়ি গ্রেফতার


নোয়াখালী প্রতিনিধি ডিসেম্বর ৫, ২০২০, ০৪:০৪ পিএম
নোয়াখালীতে মাদক ব্যবসায়ি গ্রেফতার

নোয়াখালী: নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ইয়াবাসহ মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত মো. রাজিব (২৭) নামে এক পলাতক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড।

গোপন সংবাদে ভিত্তিতে শুক্রবার (৪ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড জোড়খালী এলাকা থেকে তাকে আটক করা হয়। 
আটককৃত মো. রাজিব বুড়িরচর ইউনিয়নের মো. ইয়াছিনের ছেলে।

হাতিয়া কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লে. বিশ্বজিৎ বড়ুয়া জানান, রাজিবকে আটক করে তার দেহ তল্লাশি করে ৭৭পিস ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে হাতিয়া থানায় মাদকসহ ৪টি মামলা রয়েছে। সে হাতিয়া থানার ওয়ারেন্ট ভুক্ত আসামি। আটক রাজিবকে ইয়াবাসহ হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে কোষ্টগার্ড বাদী হয়ে মাদক আইনে মামলা দেওয়া হয়। শনিবার (৫ ডিসেম্বর) জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সোনালীনিউজ/এমএস/এসআই

Wordbridge School
Link copied!