• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

গজারিয়ায় সড়ক দূর্ঘটনার নিহত ২


মুন্সীগঞ্জ প্রতিনিধি ডিসেম্বর ৭, ২০২০, ১২:১১ পিএম
গজারিয়ায় সড়ক দূর্ঘটনার নিহত  ২

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দূর্ঘটনার ২জন পথচারী নিহত হয়েছে। 

নিহত ব্যক্তিরা হলেন, গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া এলাকার মৃত. মহসিন মিয়ার ছেলে মোহন মিয়া (৫০) এবং কিশোরগঞ্জ জেলার অষ্টোগ্রাম এলাকার মৃত. মোকসেদ আলীর ছেলে মো: নূরুল ইসলাম (৭০)।

গজারিয়া (ভবেরচর) হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: সালাহ্ উদ্দিন জানান, সকাল পৌনে ৭ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া লেংটার রাস্তার মোড় এলাকায় চট্টগ্রাম মূখি একটি পিকাপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই দুইজন পথচারী নিহত হয়। 

এঘটনায় ঘাতক চালক পালিয়ে গেলেও পিকাপ ভ্যানটি আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

সোনালীনিউজ/এমএস/এসআই
 

Wordbridge School
Link copied!