• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল শুরু


মুন্সীগঞ্জ প্রতিনিধি ডিসেম্বর ৭, ২০২০, ১২:২০ পিএম
শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল শুরু

মুন্সীগঞ্জ: পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে প্রায় ৯ঘন্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিসহ সকল নৌযান চলাচল শুরু হয়েছে। 

সোমবার (৭ ডিসেম্বর) সকাল  ৯:৪৫ মিনিটে শিমুলিয়াঘাট থেকে বাংলাবাজার ঘাটের উদ্দ্যেশ্যে ছেড়ে যায় দিনের প্রথম ফেরি “ফেরি কাকলি”। এর আগে ঘন কুয়াশার কারণে রাত দেড়টা থেকে নৌরুটটিতে ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ ছিলো। এতে শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় আটকা পরেছিলো কয়েকশতাধিক  যাত্রী ও পন্যবাহী যানবাহন। 

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আহমেদ আলী জানান, কুয়াশা কেটে যাওয়ায় সকাল ৯:৪৫ মিনিটে বাংলাবাজারের উদ্দ্যেশে ফেরি কাকলি কিছু সংখ্যক যানবাহন নিয়ে ছেড়ে গেছে। মাঝ নদীতে আটক পরা ফেরি গুলো শিমুলিয়া ও বাংলাবাজার ঘাটের অভিমুখে ছেড়েছে।

সোনালীনিউজ/এমএস/এসআই

Wordbridge School
Link copied!