• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২২, ২০২০, ১০:৪১ এএম
বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

ফাইল ফটো

ঢাকা: ঘন কুয়াশা থাকায় দুর্ঘটনা এড়াতে বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। মঙ্গলবার ভোর ৬টা থেকে এ ফেরি চলাচল বন্ধ করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক সালাহউদ্দিন আহমেদ।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার ভোরের দিকে কুয়াশার ঘনত্ব বাড়ায় নৌরুটের দিক নির্দেশনা বাতি ঝাপসা হয়ে পড়ে। এতে দূরত্ব নির্ণয় করতে না পারায় চলাচলরত বেশ কয়েকটি ফেরি পদ্মা নদীর বিভিন্ন স্থানে নোঙর করে রাখা হয়। এ অবস্থায় ভোর ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক জানান, কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

সোনালীনিউজ/এমএইচ
 

Wordbridge School
Link copied!