• ঢাকা
  • মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

মামার মোটরসাইকেল চালাতে গিয়ে পরপারে শিক্ষার্থী


ঝিনাইদহ প্রতিনিধি ডিসেম্বর ২৭, ২০২০, ০৪:৩২ পিএম
মামার মোটরসাইকেল চালাতে গিয়ে পরপারে শিক্ষার্থী

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেল দুর্ঘটনায় পারভেজ হাসান (১৫) নামে এক শিক্ষার্থী  নিহত হয়েছে। রোববার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার নাগপাড়া গ্রামের ফকিরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিক্ষার্থী উপজেলার উমেদপুর ইউনিয়নের বেষ্টপুর গ্রামের ইখতিয়ার হোসেনের ছেলে। সে স্থানীয় বিএলকে মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর শিক্ষার্থী। 

পারিবারিক সুত্রে জানা যায়, শিক্ষার্থী পারভেজ উপজেলার নাগপাড়া গ্রামে মামা বাড়িতে ছিল। সকাল আনুমানিক ১২টার দিকে মামার অগচরে তার মোটরসাইকেল চালাতে গেলে ওই গ্রামের ফকিরবাড়ি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খাম্বার সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
 

সোনালীনিউজ/এটি/এসআই

Wordbridge School
Link copied!