• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১


মুন্সিগঞ্জ প্রতিনিধি ডিসেম্বর ৩০, ২০২০, ০১:৫৮ পিএম
মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বাসচাপায় মোঃ আল ইমরান (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। 

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সমষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত কিশোর সমষপুর গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে। 

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, রাস্তা পার হতে গিয়ে মাওয়াগামী ডিএম পরিবহণের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় আল ইমারানের।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে কিশোরের মরদেহ উদ্ধার করে। মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোনালীনিউজ/এমএস/এসআই

Wordbridge School
Link copied!