• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

সেনবাগে পুলিশ কনষ্টেবলের বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত


নোয়াখালী প্রতিনিধি ডিসেম্বর ৩১, ২০২০, ১০:২৫ এএম
সেনবাগে পুলিশ কনষ্টেবলের বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ থানায় কর্মরত পুলিশ কনষ্টেবল ধীরেন্দ্র কুমার দাস ২৫৮ কে অবসর জনিত বিদায় সংবর্ধনা দিয়েছে নোয়াখালীর সেনবাগ থানা।

বুধবার (৩০ ডিসেম্বর) রাতে থানার হল রুমে সেনবাগ থানার অফিসার ইনচাজর্ (ওসি) আবদুল বাতেন মৃধার সভাপতিত্বে ও থানার সেকেন্ড অফিসার মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাদ) দিপক জৈতী খিষা, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মোঃ শাহ এমরান, সেনবাগ থানার (ওসি তদন্ত) মোঃ ইকবাল হোসেন, সংবর্ধিত বিদায়ী কনষ্টেবল ধীরেন্দ্র কুমার সাহা, সেনবাগ থানার এসআই মোঃ তানভিন হোসেন,এসআই আবদুল আউয়াল, এসআই নুর হোসেন, এএসআই মোঃ কাউছার, এএসআই আবু সুফিয়ান, কনষ্টেবল সুমনসহ অন্যন্যরা। 

সংবর্ধানা শেষে অতিথিরা বিদায়ী কনষ্টেবল ধীরেন্দ্র কুমার সাহার হাতে নগদ তিন লাখ ষাট হাজার টাকার চেক তুলে দেন। এসময় সহকর্মীরা তাকে বিভিন্ন উপহার দিয়ে তুলে দেন।

সোনালীনিউজ/জেএ/এসআই
 

Wordbridge School
Link copied!