• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

জীবনের ঝুকি নিয়ে মাঝ নদীতে ট্রলারে করে চলন্ত লঞ্চে উঠানামা


মুন্সীগঞ্জ প্রতিনিধি  জানুয়ারি ৫, ২০২১, ০৫:৩৭ পিএম
জীবনের ঝুকি নিয়ে মাঝ নদীতে ট্রলারে করে চলন্ত লঞ্চে উঠানামা

মুন্সীগঞ্জ: চলন্ত লঞ্চ, চলন্ত ট্রলার। মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকার ধলেশ্বরী নদীর বুকে এভাবেই চলন্ত লঞ্চ থেকে চলন্ত ট্রলারে উঠানামা করছে যাত্রী সাধারণ। মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষীগঞ্জ এলাকা সংলগ্ন এ লঞ্চঘাট থেকে প্রতিদিন ট্রলারে করে চলন্ত লঞ্চে যাত্রী উঠানামা করছেন জীবনের ঝুকি নিয়ে। এতে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রী সাধারণ। 

দক্ষিনাঞ্চল ও ঢাকার সদরঘাট থেকে ছেড়ে আসা অধিকাংশ যাত্রীবোঝাই লঞ্চ মুন্সীগঞ্চ লঞ্চঘাটে নোঙর করে না। কাজেই বাধ্য হয়েই ঢাকা ও দক্ষিনবঙ্গগামী লঞ্চে চড়তে হলে যাত্রীদের চলন্ত অবস্থায় ট্রলারে করে উঠানামা করতে হচ্ছে। সময়ের চেয়ে জীবনের মূল্য বেশী- এ সামান্য বাক্যটি ভুলে গিয়ে জীবনের ঝুকি নিয়ে প্রতিদিন ট্রলারে করে হাজারও যাত্রীর লঞ্চে উঠানামার চিত্র ফুটে উঠেছে মুন্সীগঞ্জ লঞ্চঘাটের মাঝ ধলে্বেরীতে। 

এ প্রসঙ্গে মুন্সীগঞ্জ লঞ্চঘাটের ইজারাদার ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ কোনো কথা বলতে রাজি হননি।

সোনালীনিউজ/এমএস/এসআই

Wordbridge School
Link copied!