• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

উপজেলা পরিষদ এসোসিয়েশনের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত


মুন্সীগঞ্জ প্রতিনিধি জানুয়ারি ১৭, ২০২১, ০৪:০৮ পিএম
উপজেলা পরিষদ এসোসিয়েশনের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ উপজেলা পরিষদ এসোসিয়েশনের সাথে জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে এ মতবিনিময় সভা হয়। মতবিনিময় সভায় বক্তারা বলেন, সাংবিধানিক নির্দেশনা ও আইনানুযায়ী প্রতিষ্ঠিত প্রশাসনিক একাংশ নির্বাচিত উপজেলা পরিষদ কর্তৃত্বহীন, প্রজাতন্ত্রের মালিক জনগন, তৃণমূল জবাবদিহি শাসন বিঘ্নিত হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন. মুন্সীগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আনিস উজ্জামান আনিস, গজারিয়া উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, শ্রীনগর উপজেলা চেয়ারম্যান মো. মশিউর রহমান মামুন, সিরাজদীখান উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল ইসলাম নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হাসান সোহেল, শ্রীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, টঙ্গীবাড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নাহিদ খান. মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভেকেট নাসিমা আক্তার, লৌহজং উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তোফাজ্জল হোসেন তপন, গজারিয়া মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা সরকার আখি প্রমুখ।

সোনালীনিউজ/এমএস/এসআই
 

Wordbridge School
Link copied!