• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ


মুন্সিগঞ্জ প্রতিনিধি জানুয়ারি ১৮, ২০২১, ১০:৩৭ এএম
শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মুন্সিগঞ্জ: পদ্মা নদীতে ঘনকুয়াশার কারণে দূর্ঘটনা এড়াতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে নদীতে ঘনকুয়াশায় সৃষ্টি হলে নৌরুটিতে ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এতে নদী পারাপারের অপেক্ষায় শিমুলিয়াঘাটে আটকা পরেছে কয়েকশতাধিক যাত্রী ও পন্যবাহী যানবাহন। অন্যদিকে হঠাৎ কুয়াশা পড়ায় নদী পারাপাররত ৩টি ফেরি মাঝ পদ্মায় আটকা পড়েছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আলী আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, নদীতে কুয়াশা পড়ায় ফেরির মার্কিং বাতির আলো ঝাপসা হয়ে আসলে ফেরি চলাচল অসম্ভব হয়ে পরে, এতে দূর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখা হয়েছে। নৌরুটের মোট ১৭টি ফেরি মধ্যে ৩ ফেরি মাঝ পদ্মা ও বাকি গুলো ২ঘাটে নোঙর করে রাখা হয়েছে। ঘাটে কয়েক শতাধিক যানবাহন আটকা পরেছে। কুয়াশা কেটে যাওয়া ফেরি চলাচল স্বাভাবিক হবে।

সোনালীনিউজ/এমএস/এসআই

Wordbridge School
Link copied!