• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

মুন্সীগঞ্জ লঞ্চের ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ ১


মুন্সীগঞ্জ প্রতিনিধি  জানুয়ারি ১৮, ২০২১, ০২:০১ পিএম
মুন্সীগঞ্জ লঞ্চের ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ ১

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সদর উপজেলার মিরেশ্বরাই এলাকায় ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় পন্যবাহী ট্রলার থেকে ছিটকে নদীতে পড়ে একজন নিখোঁজ রয়েছেন। এ সময় আহত হন ৫ জন। 

সোমবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ কাঁচামাল ব্যবসায়ী মোঃ জয়নাল (৩৮)। তিনি মৃত আইয়ুব আলী মুন্সীর ছেলে। সাঁতরে তীরে উঠতে পারা আহতরা হলেন মোঃ মনির (৩৫), মোঃ নাসির (৫৫), মোঃ আসাদ (৫০),  আনোয়ার (৩৫), সাদ্দাম (২৮)।

মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোঃ আতিক জানান, ট্রলারে করে সবজি নিয়ে মুন্সীগঞ্জের মুক্তারপুর ফেরিঘাট থেকে নারায়গঞ্জে যাচ্ছিলেন ৬ জন কাঁচামাল ব্যবসায়ী। 
পথিমধ্যে কোন নৌযান তাদের ট্রলারকে ধাক্কা দিলে তারা নদীতে ছিটকে পড়ে। পাঁচজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও জয়নাল নিখোঁজ হন। তাকে উদ্ধার করতে নৌপুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে। ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদলের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

উপপরিদর্শক আরো জানান, ট্রলারটি তাদের জিম্মায় রয়েছে।

সোনালীনিউজ/এমএস/এসআই 
 

Wordbridge School
Link copied!