• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩০

স্বতন্ত্র মেয়র প্রার্থীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন


মুন্সিগঞ্জ প্রতিনিধি  জানুয়ারি ১৮, ২০২১, ০৩:২০ পিএম
স্বতন্ত্র মেয়র প্রার্থীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধি

মুন্সিগঞ্জ: মুন্সীগঞ্জ পৌর নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. মজিবুর রহমানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে আইনজীবিদের আয়োজনে জেলা আইনজীবি সমিতির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । মানববন্ধনকারীরা দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, আইনজীবি সমিতির সভাপতি জাকারিয়া মোল্লা, সাবেক সহ-সভাপতি সালাউদ্দিন খান স্বপন, এড. তোতা মিয়া, এড. হালিম প্রমুখ।

প্রসঙ্গত, রোববার (১৭ জানুয়ারী) রাতে মুন্সিগঞ্জ শহরের মাঠপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণা করতে গিয়ে সন্ত্রাসী হামলার স্বীকার হন এড. মুজিবুর রহমান। পরে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত ডাক্তার ঢাকা মেডিকেলে প্রেরণ করেন। 

সোনালীনিউজ/এমএস/এসআই
 

Wordbridge School
Link copied!