• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

ট্রাকের ধাক্কায় সাব-ইন্সপেক্টরসহ দুই পুলিশ সদস্য নিহত


লালমনিরহাট প্রতিনিধি  জানুয়ারি ১৮, ২০২১, ০৫:০৫ পিএম
ট্রাকের ধাক্কায় সাব-ইন্সপেক্টরসহ দুই পুলিশ সদস্য নিহত

প্রতিনিধি

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রাকের ধাক্কায় পুলিশের সাব-ইন্সপেক্টরসহ এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের খানের বাজার এলাকার (লালমনিরহাট-বুড়িমারী) মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, হাতীবান্ধা থানার সাব- ইন্সপেক্টর (এস আই) আব্দুল মতিন সরকার ও পুলিশ কনস্টেবল মুজিবুল হক। 

জানা গেছে, আব্দুল মতিন ও মুজিবুল হক একই মোটরসাইকেলে করে বড়খাতা থেকে হাতীবান্ধা থানায় ফিরছিলেন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি পাথর বোঝাই ট্রাক পিছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

সোনালীনিউজ/এসএ/এসআই

Wordbridge School
Link copied!