• ঢাকা
  • মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

শিমুলিয়া-বাংলাবাজারে পারাপারের অপেক্ষায় ৬ শতাধিক যানবাহন


মুন্সীগঞ্জ প্রতিনিধি জানুয়ারি ১৯, ২০২১, ১১:২৩ এএম
শিমুলিয়া-বাংলাবাজারে পারাপারের অপেক্ষায় ৬ শতাধিক যানবাহন

ফাইল ফটো

মুন্সীগঞ্জ: ঘন কুয়াশার কারণে দ্বিতীয় দিনের মতো শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে৷

মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাত ১২টা থেকে দূর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এতে মাঝ পদ্মায় ৭টি ফেরি আটকা পড়ে। সে সাথে শিমুলিয়া ঘাটে ৩টি ফেরি ও বাংলাবাজার ঘাটে ৩টি ফেরি নোঙর করে রাখা আছে। ফেরি বন্ধ থাকায় এপার উপার মিলো প্রায় ৬শতাধিক ছোট বড় গাড়ি পারাপাারের অপেক্ষায় আটকা পড়ে আছে। এতে ঘাট এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ম্যানেজার (মেরিন) আহমেদ আলী জানান, মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাত ১২টা থেকে ঘন কুয়াশার আকার অতিমাত্রায় ধারণ করে। যার ফলে নিকটে থাকা কিছুই দেখা যাচ্ছিলো না। তাই দূর্ঘটনা এড়াতে দ্বিতীয় দিনের মতো ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। মাঝ পদ্মায় ৭টি ফেরি আটকা পড়ে আছে। দুই পাড়ে আরও ৬টি ফেরি নৌঙর করা রয়েছে। ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় যানজটের দীর্ঘ সারি পড়েছে। তবে কুয়াশা কেটে গেলে আবার স্বাভাবিক হবে ফেরি চলাচল।

সোনালীনিউজ/এমএস/এসআই

Wordbridge School
Link copied!