• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

অবশেষে পিরোজপুরে এসে পৌঁছেছে করোনা ভ্যাকসিন


পিরোজপুর প্রতিনিধি জানুয়ারি ৩১, ২০২১, ০৫:৩২ পিএম
অবশেষে পিরোজপুরে এসে পৌঁছেছে করোনা ভ্যাকসিন

প্রতিনিধি

পিরোজপুর: পিরোজপুরে করোনা ভাইরাস প্রতিরোধের ৩৬ হাজার ডোজ টিকা এসে পৌঁছে গেছে সিভিল সার্জন কার্যালয়ে। রোববার (৩১ জানুয়ারি) বিকেল ৪টা ১০ মিনিটের সময়ে খুলনা থেকে পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায় বলে জানান সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকী। 

তিনি আরো জানান প্রথম পর্যায়ের করোনা টিকা প্রদানের জন্য স্বাস্থ্যকর্মীদের নিবন্ধনের কাজ চলছে। আগামী ৭ ফেব্রুয়ারী পিরোজপুর জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কম্পেক্সে থেকে প্রদান করা হবে করোনা প্রতিরোধক টিকা।  

জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন জানান, নিবন্ধন শেষে আগামী ৭ ফেব্রুয়ারী থেকে প্রথম পর্যায়ে সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশিল সমাজের ব্যাক্তিবর্গদের করোনা টিকা প্রদান করা হবে। 

উল্লেখ্য, এ পর্যন্ত পিরোজপু জেলায় ৬ হাজার ৩০ জন এর করোনা পরিক্ষা করা হয়েছে এদের মধ্যে ১১ শত ৮৪ জন করোনা পজেটিভ হয়েছে, ১১শত ০২ জন করোনা রোগী সুস্থ্য হয়েছেন এবং ২৫ জন করোনা রোগী মারা গেছেন। জেলায় বর্তমানে করোনা সংক্রমনের হার ৫ শতাংশ। বর্তমানে করোনা রোগীদের তেমন চাপ নেই তাই প্রাতিষ্ঠানিক আইসোলেশনে কোন রোগী নেই। 

সোনালীনিউজ/টিএস/এসআই
 

Wordbridge School
Link copied!