• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

কাভার্ডভ্যানের ধাক্কায় দুই ট্রাকচালকসহ নিহত ৩


বরিশাল প্রতিনিধি ফেব্রুয়ারি ৬, ২০২১, ০১:৪০ পিএম
কাভার্ডভ্যানের ধাক্কায় দুই ট্রাকচালকসহ নিহত ৩

ফাইল ফটো

বরিশাল: বরিশালের গৌরনদীতে একটি বেপরোয়া কাভার্ডভ্যানের ধাক্কায় দুই ট্রাকচালকসহ তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। 

শনিবার (৬ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার খাঞ্জাপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া।

তিনি জানান, শেষ রাতে উপজেলায় খাঞ্জাপুর এলাকায় একটি ট্রাক বিকল হয়ে পড়ে। বিকল ট্রাকটি মেরামতের কাজ করছিলেন দুই ট্রাকচালক ও একজন হেলপার। এ সময় বরিশালগামী একটি বেপরোয়া কাভার্ডভ্যান ওই বিকল ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে থাকা দুই চালক ও একজন হেলপার মারা যান। 

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করে থানায় এনেছে। এসব মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।

তিনি জানান, উদ্ধার করা তিন মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে তাদের পরিচয় জানতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!