• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

ঢাকা-মাওয়া সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার


মুন্সীগঞ্জ প্রতিনিধি ফেব্রুয়ারি ১৭, ২০২১, ০১:৩০ পিএম
ঢাকা-মাওয়া সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রতিনিধি

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে লৌহজং থানা পুলিশ। 

বুধবার (১৭ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে লৌহজং উপজেলার কুমারভোগ ঢাকা-মাওয়া সড়কের পাশে পাড়ে পড়ে থাকতে দেখেন স্থানীয় পথচারীরা। পরে লৌহজং থানায় খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তবে এখনও অজ্ঞাত মরদেহের নাম পরিচয় জানা যায়নি।

লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসাইন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পয়ে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের কুমারভোগ এলাকায় সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করি তবে অজ্ঞাত ব্যক্তির শরীলে কোন জখমের চিহ্ন পাওয়া যায়নি। কিভাবে মারা গিয়েছে তা জানার জন্য মুন্সীগঞ্জের জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সোনালীনিউজ/এমএস/এসআই

Wordbridge School
Link copied!