• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

শিক্ষককে কান ধরানো সেই ওসিকে তাৎক্ষণিক প্রত্যাহার


ফরিদপুর প্রতিনিধি মার্চ ২৪, ২০২১, ০৩:৩৬ পিএম
শিক্ষককে কান ধরানো সেই ওসিকে তাৎক্ষণিক প্রত্যাহার

ফাইল ছবি

ফরিদপুর : ফরিদপুরের মধুখালীর কোড়কদি এলাকায় এক শিক্ষককে কান ধরে উঠবস করানোর অভিযোগ ওঠায় মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামকে স্ট্যান্ড-রিলিজ (তাৎক্ষণিক প্রত্যাহার) করা হয়েছে। 

ছেলের বিয়ের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক বাবাকে কান ধরানোর অভিযোগ ওঠা মধুখালী থানার ওসি আমিনুল ইসলামকে ‘তাৎক্ষণিক বদলি’ করা হয়েছে। 

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে তার এ বদলি কার্যকরের পর তিনি এলাকা ছাড়েন।

মধুখালী থানার উপ-পরিদর্শক চম্পক বড়ুয়া বলেন, সকাল ১০টার দিকে ঢাকা পুলিশ রেঞ্জে সংযুক্তি হওয়ার আদেশ পাওয়ার পরপরই বেলা ১১টার দিকে থানা ত্যাগ করেন ওসি আমিনুল। তিনি মধুখালীতে একাই বসবাস করতেন।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান সাংবাদিকদের বলেন, জনস্বার্থে ওসি আমিনুলকে ঢাকা রেঞ্জ অফিসে তাৎক্ষণিকভাবে সংযুক্ত করা হয়েছে।

তিনি বলেন, তার (ওসি) বিরুদ্ধে যে অভিযোগ এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। সর্বশেষ এক শিক্ষককে কান ধরে দাঁড় করিয়ে রাখার মতো গুরুতর অভিযোগও এসেছে। অভিযোগগুলি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

২০১৯ সালের ২১ নভেম্বর মধুখালী থানায় ওসি হিসেবে যোগ দেন আমিনুল ইসলাম।

সম্প্রতি এক প্রেমের ঘটনায় ছেলের বাবা এক শিক্ষককে থানায় ডেকে এনে পেটানোর এবং কান ধরে দাঁড় করিয়ে রাখার অভিযোগ ওঠে বলে জানায় এলাকাবাসী।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!