• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

মার্কেট খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৬, ২০২১, ০২:০৯ পিএম
মার্কেট খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ

সংগৃহীত ছবি

ঢাকা: টাঙ্গাইলে মার্কেট খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ব্যবসায়ীরা। 

মঙ্গলবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শহরের নিউ সমবায় মার্কেটসহ বিভিন্ন মার্কেটের সামনে তারা এই কর্মসূচি পালন করে।

ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন হাজারো ব্যবসায়ী। পরে অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি খান আহমেদ শুভ, সদর থানার ওসি মীর মোশাররফ হোসেন ঘটনাস্থলে পৌঁছে ব্যবসায়ীদের আশ্বস্ত করলে তারা বিক্ষোভ তুলে নেন। এ নিয়ে ব্যবসায়ী নেতারা জেলা প্রশাসকের কাছে তাদের দাবি তুলে ধরেন।

এবিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি বলেন, ব্যবসায়ীদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে। বিষয়টি নিয়ে আগামীকাল সকাল ১১টায় পুলিশ সুপার, ব্যবসায়ী নেতা ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হবে। সেখানেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!