• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

পিকআপে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩


নারায়ণগঞ্জ প্রতিনিধি মে ১, ২০২১, ০৩:০০ পিএম
পিকআপে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩

ফাইল ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় পিকআপ উল্টে ৩ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

শনিবার (১ মে) ভোরে উপজেলার দঁড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দঁড়িকান্দি এলাকার খালেকের ছেলে কবির হোসেন, নাজিরপুর এলাকার ইয়ানুসের ছেলে আমির হোসেন ও ঠোটালিয়া এলাকার আল আমুন। আহতদের নাম এখনো জানা যায়নি।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, এ পাঁচজন উপজেলার সনমান্দি ইউনিয়ন থেকে সবজি সংগ্রহ করে বিভিন্ন মার্কেটে বিক্রি করেন। আজও পিকআপে সবজি নিয়ে তারা বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন। গাড়িটি ইউটার্ন নেয়ার সময় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান পিকআপটিকে চাপা দিলে ঘটনাস্থলেই এটি উল্টে যায়। এতে তারা গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেয়ার পথে তিনজন মারা যান এবং বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি আরও জানান, ঘাতক কাভার্ডভ্যান ও চালক পালিয়ে গেলেও তাদের খুঁজে বের করতে তৎপর রয়েছে পুলিশ।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!