• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

প্রাণনাশের হুমকি, জিডি করলেন মুনিয়ার বড় বোন


কুমিল্লা প্রতিনিধি মে ২, ২০২১, ০১:২৭ পিএম
প্রাণনাশের হুমকি, জিডি করলেন মুনিয়ার বড় বোন

ফাইল ছবি

কুমিল্লা: গত ২৬ এপ্রিল দিবাগত রাতে রাজধানীর গুলশন ২ নম্বরের ১২০ নম্বর সড়কের একটি ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মুনিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এদিকে নিহত কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার বড় বোন নুসরাত জাহান জীবনের নিরাপত্তা চেয়ে কুমিল্লায় সাধারণ ডায়েরি করেছেন। শনিবার (১ মে) রাতে ভুক্তভোগী নুসরাত কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।

রোববার (২ মে) জিডি দায়ের করার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল হক।

জিডিতে মুনিয়ার বোন নুসরাত অভিযোগ করেন, গুলশান থানায় আত্মহত্যার প্ররোচনার মামলা করার পর থেকে তাকে মোবাইল ফোনে হুমকি শুরু হয়।

গত ২৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত একাধিকবার বিভিন্ন মোবাইল নম্বর থেকে তার নম্বরে কল করে মামলাটি প্রত্যাহারের কথা বলা হয়।

প্রত্যাহার না করলে তাকে (নুসরাত) কিংবা তার স্বামীসহ পরিবারের সদস্যদের টাকার বিনিময়ে খুন করে মরদেহ গুম করারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।  

এ বিষয়ে নুসরাত বলেন, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আশা করি প্রধানমন্ত্রী আমাদের সহায়তায় এগিয়ে আসবেন। কারা হুমকি দিচ্ছে জিডিতে সেই নম্বরগুলো দেওয়া হয়েছে। পুলিশ চাইলে একদিনেই তাদের শনাক্ত ও গ্রেফতার করতে পারে।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) বিল্লাল হোসেন বলেন, জিডির অভিযোগ তদন্ত করে হুমকিতে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!