• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

শিমুলিয়া থেকে প্রায় ১২ হাজার যাত্রী নিয়ে ছেড়ে গেছে ৩ ফেরি


মুন্সিগঞ্জ প্রতিনিধি মে ৮, ২০২১, ০৪:৩২ পিএম
শিমুলিয়া থেকে প্রায় ১২ হাজার যাত্রী নিয়ে ছেড়ে গেছে ৩ ফেরি

সংগৃহীত

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট হতে প্রায় ৩ হাজার যাত্রী ও ৭টি এম্বুলেন্স নিয়ে ছেড়ে গেছে ফেরী শাহ পরান এর একটি ফেরি। শনিবার (৮ মে) দুপুর ১২টা ৪৩ মিনিটে এই ফেরি ছাড়ে।  

এর আগে ফেরি এনায়েতপুরী শিমুলিয়া ঘাট হতে প্রায় ৪ হাজার যাত্রী নিয়ে দুপুর ১২টা ২৩ মিনিটে সময় ছেড়ে যায়। এর আগে সকাল ৯টা ৫ মিনিটে শিমুলিয়া ঘাট হতে ছেড়ে যায় ফেরী কুঞ্চলতা। তিনটি ফেরি মোট ১১/১২ হাজার যাত্রী শিমুলিয়া ঘাট হতে মাদারীপুরের বাংলাবাজার এর উদ্দেশ্যে ছেড়ে যায়। বর্তমানে ঘাটে তেমন যাত্রী নেই।

সরেজমিনে শিমুলিয়া ঘাটে এসে দেখা যায়, সকাল হতে ঘাটে অপেক্ষমাণ যাত্রীরা ফেরি এনায়েতপুরী ছেড়ে যাওয়ার ঘোষণা দেওয়ার সাথে সাথে ফেরিতে ওঠার জন্য শিমুলিয়া ৩ নং ঘাটে ধাক্কাধাক্কি করে ভিড় জমাতে থাকে। ফেরির গেট খোলার আগেই গেটের পাশ দিয়ে ঝুকি নিয়ে লাফিয়ে উঠতে থাকে যাত্রীরা। এছাড়া গেইট দিয়ে ধাক্কাধাক্কি করে না উঠতে পরে অনেকে পানি দিয়ে হেটে একে অন্যের সহযোগিতায় ফেরিতে ওঠে। এ ফেরিতে প্রায় ৫ হাজার যাত্রী পার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে দুপুর ১২.৪৩ মিনিটে ছেড়ে যায় ফেরী শাহ পরান। ওই ফেরিতে ৭ টি অ্যাম্বুলেন্স পারাপার হয়। তবে ওই সময় যাত্রীর চাপ অনেকটা কম থাকায় যাত্রীরা স্বাভাবিকভাবে হেটে ফেরিতে উঠতে দেখা যায়।

এ বিষয়ে মাওয়া ট্রাফিক পুলিশের টিআই হেলাল উদ্দিন জানান, এখোন শিমুলিয়া ঘাটে ৪/৫ শত পন্যবাহী ট্রাক ও ক্যাভাট ভ্যান রয়েছে। ৩টি ফেরী ছেড়ে যাওয়ার পর এখোন যাত্রীচাপ অনেকটাই কমেছে। ঘাটে ৫/৭ শতাধিক যাত্রী রয়েছে।

এ ব্যাপারে শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য)ফয়সাল আহম্মেদ জানান, নতুন করে আর কোনো ফেরি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত আপাতত নেই। অ্যাম্বুলেন্স পার করার জন্য একটি ফেরি আর পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অপর দুইটি ফেরি ছাড়তে বাধ্য হয়েছে ঘাট কর্তৃপক্ষ।
 
সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!