• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

পদ্মায় ডুবে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধার 


রাজবাড়ি প্রতিনিধি মে ১১, ২০২১, ০৪:৫৫ পিএম
পদ্মায় ডুবে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধার 

সংগৃহীত ছবি

গোয়ালন্দ (রাজবাড়ি): রাজবাড়ির দৌলতদিয়ায় ৫নং ফেরিঘাটে ঝড়ের কবলে পদ্মায় ডুবে যাওয়া সেই মাইক্রোবাসটি উদ্ধার হয়েছে।

মঙ্গলবার (১১ মে) দুপুরের দিকে উদ্ধারকারী জাহাজ হামজা সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে মাইক্রোবাসটি উদ্ধার করে। তবে চালক এখনো নিখোঁজ রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা পৌনে ১২টার সময় ঝড় শুরু হলে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের কাছে পল্টুনের রশি ছিঁড়ে মাইক্রোবাসটি নদীতে তলিয়ে যায়।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল ইসলাম জানান, ইতোমধ্যে জেলা পুলিশ, উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছেছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা মাইক্রোবাসটি উদ্ধার করেছে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!