• ঢাকা
  • শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০

অতিরিক্ত আইজিপি হলেন রংপুরের আতিকুল ইসলাম


রংপুর প্রতিনিধি মে ১৭, ২০২১, ০৩:৪৭ পিএম
অতিরিক্ত আইজিপি হলেন রংপুরের আতিকুল ইসলাম

ফাইল ফটো

রংপুর: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি পেয়েছেন নৌ পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা আদেশ পদোন্নতি পাওয়া পদে যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। পদোন্নতি পাওয়া কর্মকর্তাগণ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যোগদান পত্র পাঠাবেন এবং পরবর্তী পদায়নের না হওয়া পর্যন্ত স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন।

আতিকুল ইসলাম (বিপিএম-বার, পিপিএম-বার) ১৯৬৬ সালে রংপুর জেলার কোতয়ালী থানার জুম্মাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আই.পি.জি.এম.আর বর্তমানে বিএসএমএমইউ থেকে ফার্মাকোলজি বিষয়ে স্নাতক এবং অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন।

আতিকুল ইসলাম বিসিএস ১২ ব্যাচের প্রতিযোগীতামূলক পরীক্ষার মাধ্যমে ১৯৯১ সালে পুলিশ ক্যাডারে যোগদান করেন। বেসিক ট্রেনিং শেষে শিক্ষানবিশ এএসপি হিসেবে ময়মনসিংহ জেলায় যোগ দেন। এরপর সহকারী পুলিশ কমিশনার এবং উপ পুলিশ কমিশনার হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশে ১৯৯৪ সাল থেকে ২০০১ পর্যন্ত বিভিন্ন জোনে দায়িত্ব পালন করেন। পুলিশ স্টাফ কলেজ ঢাকায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ২০০১ থেকে ২০০৪ পর্যন্ত দায়িত্ব পালন করেন। পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে ২০০৪ থেকে ২০০৬ পর্যন্ত পুলিশ সুপার সিআইডি এবং গাজীপুরের দায়িত্ব পালন করেন। ২০১০ সালে পদোন্নতি পেয়ে এআইজি, ২০১২ সালে অতিরিক্ত ডিআইজি (ওএন্ডএম), ২০১৪ সালে ডিআইজি (এইচআর) হিসেবে পুলিশ হোডকোয়াটার্স এ দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে ডিআইজি (হাইওয়ে) এবং ২০১৯ সালে নৌ পুলিশের ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন।

বাংলাদেশ পুলিশে অসাধারণ ও দৃষ্টান্তমূলক চাকরির স্বীকৃতিস্বরূপ তিনি ছয়বার আইজি ব্যাজ, দুইবার বিপিএম সার্ভিস, দুইবার পিপিএম  (সেবা) (গ্যালান্ট্রি) অর্জন করেন।

ব্যক্তি জীবনে তিনি জাকিয়া সুলাতানার সাথে দাম্পত্য সম্পর্কে আবদ্ধ। জাকিয়া সুলাতানা বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে কর্মরত আছেন। তাদের দুই কন্যা সন্তান রয়েছে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!