• ঢাকা
  • বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১

শিমুলিয়ায় লঞ্চ চলাচল শুরু, যাত্রী কমেছে ফেরিতে


মুন্সিগঞ্জ প্রতিনিধি মে ২৪, ২০২১, ০৯:৫৭ এএম
শিমুলিয়ায় লঞ্চ চলাচল শুরু, যাত্রী কমেছে ফেরিতে

প্রতিনিধি

মুন্সিগঞ্জ : শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চ চলাচল শুরু হওয়ায় ফেরিতে যাত্রী চাপ কমেছে। এতদিন প্রতিটি ফেরিতে যাত্রীদের উপচে পড়া ভিড় থাকলেও আজকের চিত্র ছিল একেবারে ভিন্ন। ফেরিতে যাত্রী নেই বললেই চলে সবাই লঞ্চে করে নদী পার হচ্ছেন।

বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাটের সহকারী ব্যবস্থাপক (ব্যানিজ্য) ফয়সাল আহমেদ জানান, সকাল থেকে ১৭টি ফেরি চলাচল করছে তবে ফেরিতে আর যাত্রীদের চাপ নেই। শুধুমাত্র যানবাহন নিয়ে শিমুলিয়া ঘাট থেকে ফেরিগুলো মাদারীপুরের বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। লঞ্চ চলাচল শুরু হওয়ায় যাত্রীরা লঞ্চে পারাপার হচ্ছেন ফলে ফেরিঘাট এলাকায় যাত্রীদের চিরচেনা সেই জটলা আজ আর দেখা যাচ্ছে না।

খবর নিয়ে জানা যায়, সকাল থেকে ৮৭টি লঞ্চ চলাচল করছে। লঞ্চ চালকরা অর্ধেক ফাঁকা রেখে যতদূর সম্ভব স্বাস্থ্য বিধি মানে লঞ্চ চালানোর চেষ্টা করছেন। তবে সাধারণ যাত্রীদের মধ্যে স্বাস্থ্য বিধি মানার ব্যাপারে উদাসীনতা লক্ষ্য করা গেছে অনেক যাত্রীর মুখে মাস্ক দেখা যায়নি।

অপরদিকে মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জ নৌরুটে সকাল সাড়ে আটটা থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে। 

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!