• ঢাকা
  • শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

সাতক্ষীরায় করোনা ও উপসর্গে ৩০০ জনের মৃত্যু


সাতক্ষীরা প্রতিনিধি জুন ১৪, ২০২১, ০৫:০৫ পিএম
সাতক্ষীরায় করোনা ও উপসর্গে ৩০০ জনের মৃত্যু

সাতক্ষীরা : সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় ৯৩ জনকে করোনা পরীক্ষা করে ৪৪ জন শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৭ দশমিক ২১ ভাগ। সর্বশেষ ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ৩ জনের মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে করোনা নিয়ে ভর্তি আছে ২৫৪ জন। জেলায় হোম আইসোলেশনে আছে ৬৯৮ জন।

এ পর্যন্ত জেলায় মোট করোনা পজিটিভ ২৪২০ জন। করোনা পজিটিভ হয়ে মৃত্যু ৫২ জন ও উপসর্গ নিয়ে মৃত্যু ২৪৮ জন।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হুসাইন শাফায়েত  এ পর্যন্ত ৩০০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সাতক্ষীরা জেলাব্যাপী লকডাউনের দশম দিনে প্রশাসন ও পুলিশ সদস্যরা বিভিন্নস্থানে ব্যারিকেট দিয়ে মানুষ ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছে।

সোনালীনিউজ/এমটিআই

 

Wordbridge School
Link copied!