• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

আবু ত্ব-হাকে উদ্ধারে কাজ করছে পুলিশ: ডিবি


নিজস্ব প্রতিবেদক জুন ১৭, ২০২১, ০২:২৮ পিএম
আবু ত্ব-হাকে উদ্ধারে কাজ করছে পুলিশ: ডিবি

ফাইল ফটো

ঢাকা: আলোচিত ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানসহ নিখোঁজ চারজনকে উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

নিখোঁজ হওয়া নিয়ে বৃহস্পতিবার (১৭ জুন) এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার এ কথা জানান।

ওই সাংবাদিক হাফিজ আক্তারের উদ্দেশে বলেন, বিভিন্ন সময়ে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে ডিবি ভূমিকা রেখেছে। আবু ত্ব-হাসহ চারজনের বিষয়ে ডিবি কোনো ব্যবস্থা নিচ্ছে কি না।

জবাবে হাফিজ আক্তার বলেন, ‘ত্ব-হাসহ চারজন ব্যক্তি নিখোঁজ হওয়ার বিষয়টি জেনেছি। এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে রংপুরে।

‘রংপুর মেট্রোপলিটন পুলিশের সঙ্গে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশও এ বিষয়টি নিয়ে কাজ করছে।’

গত ৮ জুন রাতে রংপুর থেকে ব্যক্তিগত গাড়িতে করে ফেরার পথে ঢাকার গাবতলী এলাকা থেকে নিখোঁজ হন ত্ব-হা, তার দুই সফরসঙ্গী ও গাড়ির চালক। নিখোঁজ অন্যরা ব্যক্তি হলেন আমির উদ্দিন, ফিরোজ আলম ও আব্দুল মুহিত আনছারী।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!