• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০

ঝিনাইদহে ২৪ ঘণ্টায় ৯৫ জন করোনায় আক্রান্ত মৃত্যু ৪


ঝিনাইদহ প্রতিনিধি জুন ২১, ২০২১, ১২:২৪ পিএম
ঝিনাইদহে ২৪ ঘণ্টায় ৯৫ জন করোনায় আক্রান্ত মৃত্যু ৪

প্রতিনিধি

ঝিনাইদহ: ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় ২০৫টি নমুনা পরীক্ষা করে ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৬ দশমিক ৩৪ শতাংশ। 

একই সময়ে জেলায় মারা গেছেন চার জন। সোমবার (২১ জুন) জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ২৪ ঘণ্টায় শনাক্ত ৯৫ জনের মধ্যে ৪৩ জন ঝিনাইদহ সদরের, ১৯ জন শৈলকুপার, ১৬ জন কালীগঞ্জের, নয় জন মহেশপুরের, সাত জন হরিণাকুণ্ডুর ও একজন কোটচাঁদপুরের। এখন পর্যন্ত জেলায় মোট শনাক্ত হয়েছেন তিন হাজার ৪৯১ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৮৭৬ জন ও মারা গেছেন ৭০ জন।

সোনালীনিউজ/এটি/এসআই

Wordbridge School
Link copied!