• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০

জেলা আওয়ামী লীগের পদ পেলেন মাশরাফি


নড়াইল প্রতিনিধি জুন ২১, ২০২১, ০৩:০৩ পিএম
জেলা আওয়ামী লীগের পদ পেলেন মাশরাফি

ফাইল ছবি

নড়াইল: নড়াইল জেলা আওয়ামী লীগে পদ পেয়েছেন মাশরাফি বিন মর্তুজা। রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নড়াইল জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন। এই কমিটিতে ৪ নম্বর সদস্য হয়েছেন ক্রিকেটার ও নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি।

কমিটির ১ নম্বর সদস্য হয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোল্লা এমদাদুল হক, ২ নম্বর সদস্য হয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস এবং ৩ নম্বর সদস্য হয়েছেন নড়াইল-১ আসনের সাংসদ বি এম কবিরুল হক। নতুন এই কমিটিতে উপদেষ্টা পরিষদ সদস্য হয়েছেন মাশরাফির বাবা গোলাম মুর্তজা।

এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য হন মাশরাফি। গত ৩১ ডিসেম্বর ওই উপকমিটি অনুমোদন হয়। আওয়ামী লীগে সেটি ছিল মাশরাফির প্রথম পদ প্রাপ্তি।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!