• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

ইউপি নির্বাচন : ভোলায় ৯ আ. লীগ, ৩ বিদ্রোহী প্রার্থীর জয়


ভোলা প্রতিনিধি জুন ২২, ২০২১, ০৪:৪২ পিএম
ইউপি নির্বাচন : ভোলায় ৯ আ. লীগ, ৩ বিদ্রোহী প্রার্থীর জয়

ছবি : সংগৃহীত

ভোলা : দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন, তজুমদ্দিন, বোরহানউদ্দিন ও মনপুরা উপজেলার মোট ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চরফ্যাশন উপজেলায়র ৫টি এবং বোরহানউদ্দিন উপজেলার ১টি নিয়ে মোট ৬টি ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আওয়ামী লীগের প্রার্থীগণ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

অপরদিকে, তজুমদ্দিন উপজেলার ৩টির মধ্যে ২টিতে এবং মনপুরা উপজেলার ২টির মধ্যে ১টি নিয়ে মোট ৩টি ইউনিয়ন পরিষদে বিদ্রোহী প্রার্থী চেয়াম্যান নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী বেসরকারি ভাবে তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আবু তাহের (নৌকা) ৫ হাজার ৬২৬ ভোট পেয়ে জয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াদ হোসেন হান্নান (আনারস) পেয়েছেন ১ হাজার ৪৬৫ ভোট। 

অপরদিকে, চাঁদপুর ইউনিয়নে একেএম শহিদুল্যাহ কিরন (অটোরিক্সা) ১১ হাজার ৬৯২ ভোট পেয়ে জয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফখরুল আলম (নৌকা) পেয়েছেন ৪ হাজার ৮৮৭। এছাড়া শম্ভুপুর ইউনিয়নে মোঃ রাসেল (মোটরসাইকেল) ৬ হাজার ৯৯৬ ভোট পেয়ে জয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বূ মোঃ মুঈনুদ্দিন (আনারস) পেয়েছেন ৬ হাজার ১৬১ ভোট।

এদিকে মনপুরা উপজেলার হাজীরহাট ইউনিয়নে আ’লীগের বিদ্রোহী প্রার্থী (আনারস প্রতীক) মোঃ নিজাম উদ্দিন পেয়েছেন ৭ হাজার ৩০২ ভোট পেয়ে জয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’লীগের প্রার্থী শাহরিয়ার চৌধুরী দীপক (নৌকা প্রতীক) পেয়েছেন ৫ হাজার ৩৯২ ভোট। 

এছাড়া দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে আ’লীগের প্রার্থী অলি উল্ল্যাহ কাজল (নৌকা প্রতীক) পেয়েছেন ৮ হাজার ৮২ ভোট পেয়ে জয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা প্রতীক) পেয়েছেন ৩১৩ ভোট।

অন্যদিকে, বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো: মহিবুল্ল্যাহ মৃধা (নৌকা প্রতীক) ৭ হাজার ১৯০ ভোট পেয়ে জয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা প্রতীক) পেয়েছেন ৯০৪ ভোট।

বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত চেয়ারম্যানগণ হলেন চরফ্যাসন উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নে মোঃ আঃ হাই, চরকলমী ইউনিয়নে কাউসার হোসেন মাস্টার, এওয়াজপুর ইউনিয়নে মাহবুবুর রহমান খোকন, জাহানপুর ইউনিয়নে নাজিম হোসেন হাওলাদার এবং হাজারিগঞ্জ ইউনিয়নে মো: সেলিম হাওলাদার বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

এছাড়া বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বীতায় মো: রিয়াজ উদ্দিন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!