• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

শিমুলিয়ায় পারাপারের অপেক্ষায় ৫ শতাধিক যানবহন


মুন্সীগঞ্জ প্রতিনিধি জুলাই ১৫, ২০২১, ০১:৩৩ পিএম
শিমুলিয়ায় পারাপারের অপেক্ষায় ৫ শতাধিক যানবহন

মুন্সীগঞ্জ : ঈদকে সামনে রেখে কঠোর লকডাউন শিথিলের প্রথম দিনে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। সেই সাথে যানবাহনের চাপও রয়েছে। ঘাটে এ মুহুর্তে পারাপারের অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন রয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে ঘাটে যাত্রীর চাপ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে চাপ কমছে। লঞ্চ চলাচল করায় ফেরিতে এ মুহুর্তে তেমন যাত্রীচাপ নেই। তবে লঞ্চগুলোতে মানা হচ্ছে না নির্দেশিত স্বাস্থ্যবিধি। অর্ধেক যাত্রী নেয়ার কথা থাকলেও অধিক যাত্রী নিয়েই সেগুলো চলাচল করছে।

সকাল হতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট-বড় যানবাহনে চড়ে যাত্রীরা ঘাটে আসছে। এতে বাড়তি যানবাহনের চাপ পড়ায় ফেরিতে যানবাহন পারাপারে বেগ পেতে হচ্ছে। গণপরিবহন চালু হওয়ায় ঘাটে আসতে সড়ক পথে যাত্রীদের দুর্ভোগ কমেছে।

বিআইডাব্লিউটিএ’র শিমুলিয়া নদী বন্দরের কর্মকর্তা মো. সোলায়মান জানান, বর্তমানে নৌরুটে ৭৭ টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। ঘাটে মুটামুটি যাত্রী চাপ রয়েছে। সকাল বেলা যাত্রী চাপ বেশি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে চাত্রী চাপ কমছে। নিয়ম অনুযায়ী ৬০ ভাগ যাত্রী নিয়ে লঞ্চ চালানোর জন্য নির্দেশনা রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের লঞ্চে উঠার জন্য উৎসাহিত করা হচ্ছে।

এ বিষয়ে বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক ফয়সাল আহমেদ জানান, নৌরুটে বর্তমানে ১০টি ফেরি চলছে। ঘাট এলাকায় পারাপারের জন্য যাত্রীবাহী ও পণ্যবাহী মিলিয়ে ৫ শতাধিক যানবাহন রয়েছে। লঞ্চ চালু থাকায় ফেরিতে যাত্রী চাপ কমেছে। তবে গণপরিবহন ও প্রচুর ব্যক্তিগত গাড়ি ঘাটে আসায় পণ্যবাহী ট্রাক পারাপারে বেগ পেতে হচ্ছে।

মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ জাকির হোসেন বলেন, ঘাটে এ মুহুর্তে ২৬০ টির মতো পণবাহী,১৫০টির মতো ছোটগাড়ি এবং ২০/২৫টি বাসসহ সব মিলিয়ে ৫ শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে। লঞ্চ চলায় ফেরিতে তেমন যাত্রীচাপ নেই।

মাওয়া নৌ পুলিশের ইনচার্জ সিরাজুল কবির বলেন, বিধিনিষেধ শিথিল হওয়ায় প্রচুর যাত্রী ও যানবাহন ঘাটে আসছে। নৌযানগুলোতে নিয়ম অনুযায়ী যাত্রী পারাপারের জন্য নৌ-পুলিশ তদারকি করছে। যেসব লঞ্চে অধিক যাত্রী ধারণ করা হচ্ছে ও নিয়ম অমান্য করছে, তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!