নাটোর : পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির জন্য প্রস্তুত ‘বাহাদুর’ নামে একটি ষাঁড় সবার নজর কেড়েছে। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে লোকজন ষাঁড়টি দেখতে আসছেন। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে বাহাদুরের দাম চাওয়া হয়েছে ১০ লাখ টাকা।
অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের এ ষাঁড়টি পালন করছেন উপজেলার জোনাইল গ্রামের কলেজ শিক্ষক মাহমুদ হাসান মুক্তা। তিনি ২০১০ সালে শখের বশে চারটি গরু নিয়ে খামার শুরু করেন। বর্তমানে তার খামারে ১০টি গাভি, ৯টি বাছুর আর একটি ষাঁড় রয়েছে।
মূলত গাভি পালন করলেও তিনি কোরবানি ঈদকে সামনে রেখে প্রতি বছর তার খামারে ২-১টি বড় আকারের ষাঁড় পালন করেন।
মাহমুদ হাসান মুক্তা বলেন, দুই বছর আট মাস ধরে পরম যত্নে ‘বাহাদুর’কে প্রস্তুত করেছেন তিনি। ভুট্টা, জব, খেসার িও গমের ভুষি সহযোগে তৈরি করা বিশেষ খাবার বাহাদুরের প্রিয় খাবার। প্রতিদিন সকাল আর বিকালে প্রয়োজন হয় ৭-৮ কেজি করে।
এর সঙ্গে নিয়মিত নিজের জমিতে উৎপাদিত নেপিয়ার ঘাসও খেতে দেওয়া হয় তাকে। নিয়ম করে খাবার খাওয়ানো, পরিচর্যা করার পাশাপাশি একজন পশু চিকিৎসকের পরামর্শে রেখে বাহাদুরকে তৈরি করেছেন তিনি। বাহাদুর এখন উচ্চতায় পাঁচ ফুট ছয় ইঞ্চি আর দৈর্ঘ্যে ৯ ফুট ৪ ইঞ্চি আর। গরুটি জবাই করলে ৩৫ মণ ১০ কেজি মাংস পাওয়া যাবে বলে তিনি জানান।
সোনালীনিউজ/এমটিআই
আপনার মতামত লিখুন :