• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন


মেহেরপুর প্রতিনিধি জুলাই ২১, ২০২১, ০৫:২৩ পিএম
দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

ছবি : প্রতীকী

মেহেরপুর: মেহেরপুর-মুজিবনগর সড়কের মানিকনগর এলাকায় বেপরোয়া গতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন- মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের মিনারুল ইসলামের ছেলে শামীম হোসেন (২৩), শরিফুল ইসলামের ছেলে শাকিল হোসেন (২২), গাংনী উপজেলার গাঁড়াডোব গোরস্থান পাড়া এলাকার নিহাজুল ইসলামের ছেলে ট্রাক্টর গ্যারেজের শ্রমিক মুস্তাকিম হোসেন (১৮)।

আহতরা হলেন, গাঁড়াডোব গ্রামের আব্দুর রশিদের ছেলে রাকিবুল ইসলাম (১৮) ও সোনাপুর গ্রামের ওমর ফারুক (২০)।

বুধবার (২১ জুলাই) বিকেল ৩টার দিকে মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাসেম বলেন, আহত রাকিবুল ইসলাম ও ওমর ফারুকের অবস্থার অবনতি হওয়ায় তাদের মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।  তাদের মধ্যে রাকিবুল ইসলামের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

সোনালীনিউজ/এসএন 

Wordbridge School
Link copied!