• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

হোসেনপুরে যুবকের লাশ উদ্ধার


নিজস্ব প্রতিবে জুলাই ২৫, ২০২১, ০৫:০৭ পিএম
হোসেনপুরে যুবকের লাশ উদ্ধার

ছবি (প্রতীকী)

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের হোসেনপুরে ধানখেত থেকে রাসেল মিয়া (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৫ জুলাই) সকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মাধখোলা গ্রামের বালুবন বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার পৌর এলাকার ১নং ওয়ার্ডের পদুরগাতি গ্রামের আয়ত আলীর ছেলে রাসেল মিয়া গত শনিবার (২৪ জুলাই) বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হন। পরে আজ সকালে বালুবন বিলে তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী ভিড় করেন সেখানে। এ ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেম এসেছে।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সোনালী নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!