• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

৪৬ কিশোরকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত


নরসিংদী প্রতিনিধি জুলাই ২৫, ২০২১, ০৫:৩১ পিএম
৪৬ কিশোরকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত

ছবি : আটককৃত কিশোর

নরসিংদী : নরসিংদীতে ছেচল্লিশ কিশোরকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। তাদের কিশোর গ্যাং-এর সদস্য সন্দেহে আটক করা হয়। তাদের থেকে এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র জব্দ করা হয়। শনিবার (২৪ জুলাই) সন্ধ্যা ৭টায় নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের শেখ হাসিনা সেতু এলাকায় ইঞ্জিনচালিত নৌকা থেকে দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়।

জানা যায়, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহিছ আল রেজোয়ানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কর হয়। এ সময় ৪৬ জনের কিশোর গ্যাং এর দল ইঞ্জিনচালিত নৌকায় উচ্চ শব্দে গান বাজিয়ে মেঘনা নদীতে ঘোরাফেরা করছিল। বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের নজরে আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নৌকাটি জব্দ করে কিশোরদের আটক করেন।

এ সময় তল্লাশি করে দেশীয় কিরিচ, চাপাতি, চাইনিজ কুড়াল, লোহার পাইপ, রামদা, শক্ত প্লাস্টিক পাইপ, রানচাকুসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করেন।

গ্রেফতারকৃতরা নরসিংদী পৌর এলাকার কাউরিয়া পাড়া, শালিধা, মাধবদী থানাধীন চাঁন্দের পাড়া এবং নজরপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা যায়।

আটককৃতদের মধ্যে ৭ কিশোরের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। বাকীদের বয়স কম হওয়ায় জরিমানা এবং মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!