• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

মহেশপুর সীমান্তে ৫ দিনে ৪৯ জন আটক


ঝিনাইদহ প্রতিনিধি জুলাই ২৫, ২০২১, ০৬:১৫ পিএম
মহেশপুর সীমান্তে ৫ দিনে ৪৯ জন আটক

ছবি : সীমান্ত দিয়ে অবৈধ পারাপার থেমে নেই

ঝিনাইদহ : কঠোর লকডাউনের মধ্যেও সীমান্ত দিয়ে অবৈধ পারাপার থেমে নেই। ঈদের ছুটির মধ্যে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে পারাপার হতে গিয়ে ৪৯ জন আটক হয়েছে।

জেলার মহেশপুর উপজেলার মাটিলা, সলেমানপুর, জুলুলি, পারঘাটা, জামতলাপাড়া, সুন্দরপুর, একাশিপাড়া, শরিষাঘাটা ও শ্যামকুড় গ্রাম থেকে এদের আটক করা হয়। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ জুলাই মহেশপুরের শ্যামকুড় সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় একজন, একই তারিখে শরিষাঘাটা সীমান্ত দিয়ে ৩ জন, ২৩ জুলাই আকাশী পাড়া থেকে ৩ জন, একই তারিখে সুন্দরপুর সীমান্ত দিয়ে ৪ জন, জামতলাপাড়া থেকে ২ জন, ২১ জুন পারঘাটা গ্রাম থেকে ২ জন, একই তারিখে মাটিলা গ্রাম থেকে ৫ জন, জুলুলি গ্রাম থেকে ১০ জন, ২০ জুলাই সলেমানপুর গ্রাম থেকে ৬ জন, মাটিলা গ্রাম থেকে ৯ জন ও জীবননগর থেকে ৪ জনকে আটক করে বিজিবি। আটকের পর মহেশপুর থানায় মামলা দিয়ে তাদেরকে হোম কেয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!