• ঢাকা
  • মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

সিরাজগঞ্জে হেরোইনসহ আটক ২ নারী 


সিরাজগঞ্জ প্রতিনিধি জুলাই ২৮, ২০২১, ০১:৫২ পিএম
সিরাজগঞ্জে হেরোইনসহ আটক ২ নারী 

ছবি : হেরোইনসহ আটক ২ নারী

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের সলঙ্গায় হেরোইনসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার (২৭ জুলাই) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

আটককৃতরা হলো রাজশাহীর গোদাগাড়ী থানার ডুমুরিয়া গ্রামের মৃত আসাদুল ইসলামের মেয়ে আইভি খাতুন ময়না (৩১) ও বোয়ালিয়া থানার শেকেরচক গ্রামের হারুন অর রশিদের মেয়ে সোমা খাতুন (৩০)।

র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, আটক ২ নারী মাদক কারবারি দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। এ ব্যাপারে সলঙ্গা থানায় মামলা দায়ের হয়েছে।

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!