• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

ভোলায় লঞ্চ ছাড়ার সময় বাড়লো


ভোলা প্রতিনিধি আগস্ট ২, ২০২১, ১১:৪৬ এএম
ভোলায় লঞ্চ ছাড়ার সময় বাড়লো

ছবি : সংগৃহীত

ভোলা : স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে লঞ্চ চালুর নির্দেশনার দ্বিতীয় দিনে ভোলার লঞ্চঘাটগুলোতে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলার যাত্রীদের চাপ বেড়েছে।

সোমবার (২ আগস্ট) সকাল থেকেই ঢাকামুখী যাত্রীরা ইলিশা ঘাটে এসে ভিড় করছেন। কর্মস্থলে যোগ দিতে করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই গাদাগাদি করে লঞ্চে পারাপার হচ্ছেন তারা।

এদিকে যাত্রীদের ভিড়ের কারণে ভোলার ইলিশা ঘাট থেকে লঞ্চ ছাড়ার সময়সীমা সকাল ৬টা পর্যন্ত বেধে দেয়া থাকলেও তা বাড়িয়ে ১০টা পর্যন্ত করেছে বিআইডব্লিউটিএ’র কর্তৃপক্ষ। সোমবার (২ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বিআিডব্লিটিএ’র সহকারী পরিচালক কামরুজ্জামান।

জানা গেছে, সোমবার (২ আগস্ট) সকালে ভোলার ইলিশা ঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে ওয়াটার বাস গ্রীণ লাইন ও এমভি কর্ণফুলী। এ ছাড়া চরফ্যাশন বেতুয়া থেকে ছেড়েছে ২টি লঞ্চ। অপরদিকে চট্টগ্রামগামী যাত্রী নিয়ে ছেড়ে যায় সিট্রাক খিজির ৫, খিজির ৮ ও সুকান্তবাবু।

এ বিষয়ে বিআিডব্লিটিএ’র সহকারী পরিচালক কামরুজ্জামান জানান, বিআইডব্লিউটিএ নির্দেশনা অনুযায়ী, সারাদেশে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে আজ সকাল ১০টা পর্যন্ত লঞ্চ চলাচল করবে। আজ ভোর থেকে ভোলা ও চরফ্যাশন থেকে ঢাকার উদ্দেশে পাঁচটি লঞ্চ ছেড়ে গেছে। এ ছাড়া অভ্যন্তরীণ ইলিশা-লক্ষ্মীপুর রুটে সিট্রাক চলাচল করছে। এরপরও রাজধানী ঢাকার জন্য দুটি লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে। যাত্রীদের চাপ বৃদ্ধি পেলে ওই লঞ্চ ছাড়া হবে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!