• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

রামেকে করোনায় আরও ১৮ মৃত্যু


রাজশাহী প্রতিনিধি আগস্ট ৮, ২০২১, ০৯:৪২ এএম
রামেকে করোনায় আরও ১৮ মৃত্যু

ফাইল ছবি

রাজশাহী : গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১৮ জন মারা গেছেন। এরমধ্যে করোনায় ৬ জন এবং উপসর্গ নিয়ে ১০ জন ও ২ জন করোনা নেগেটিভ হওয়ার পরে তাদের প্রাণহানি হয়েছে। এ নিয়ে ৬৯তম দিনে রামেকে সবমিলিয়ে ১ হাজার ২৬ জনের মৃত্যু হয়েছে।

রোববার (৮ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় যে ১৮ জন মারা গেছেন তাদের মধ্যে রাজশাহীর ১০, নাটোর ৩, চাঁপাইনবাবগঞ্জের ২, কুষ্টিয়া, পাবনা, নওগাঁ ১ জন করে মারা গেছেন। মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, গেল ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ৩৮৭ জনের আর করোনা শনাক্ত হয়েছে ১৩৪ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৪ দশমিক ৬২ ভাগ।

এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দফায় দফায় ওয়ার্ড ও শয্যা সংখ্যা বাড়ানোর পরও উপচে পড়ছে রোগীর সংখ্যা। এখানে করোনা ইউনিটে ২০টি আইসিইউসহ শয্যা সংখ্যা রয়েছে ৫১৩টি এরমধ্যে রোগী ভর্তি রয়েছে ৪০৫ জন আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫২ জন।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!