• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

কাঁচা সড়কের বেহাল দশা : ৩৫ বছরেও ভোগান্তি কমেনি গ্রামবাসীর


হোসেনপুর প্রতিনিধি আগস্ট ৮, ২০২১, ১২:১১ পিএম
কাঁচা সড়কের বেহাল দশা : ৩৫ বছরেও ভোগান্তি কমেনি গ্রামবাসীর

ছবি : নিরাহারগাতী কাঁচা সড়কের বেহাল দশা

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের হোসেনপুরে আড়াইবাড়ীয়া ইউনিয়নের নিরাহারগাতী গ্রামবাসীর চলাচলের রাস্তাটির বেহাল অবস্থার পরিবর্তন ঘটেনি ৩৫ বছরেও। সামান্য বৃষ্টি হলেই চলাচলের একদম অনুপযোগী হয়ে পড়ে রাস্তাটি। রাস্তার এ বেহাল অবস্থায় ভোগান্তি যেন কমছেই না গ্রামবাসীর।

ইউনিয়নের ১নং ওয়ার্ডের  মালির দোকান থেকে ইন্তাজ আলীর বাড়ি পর্যন্ত দেড় কিলোমিটারের রাস্তাটি প্রায় ৩৫ বছর আগে করা হয়েছিল। এ ৩৫ বছরে এখনও কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি রাস্তাটিতে। সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তাটি একদম কাঁচা। এর বেশির ভাগ অংশই হাঁটু কাদা আর গর্তে ভরপুর। বৃষ্টি এলে তো কথাই নেই!

নিরাহারগাতী গ্রামের কলেজ পড়ুয়া রিকসন সোনালী নিউজকে বলেন, ‘খুব কষ্ট করে প্রতিদিন কলেজে যেতে হয়। সাইকেল নিয়েও যাওয়া যায় না।’
 
কৃষক শহীদ মিয়া বলেন, ‘বৃষ্টি এলে রাস্তার অবস্থা একদমই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। উৎপাদিত শস্য নিয়ে বাজারে যেতে অনেক ভোগান্তি পোহাতে হয়।’

গ্রামের বাসিন্দা ও মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সারওয়ার ফেরদৌস জানান, দেশ ডিজিটাল হলেও আমাদের গ্রামের এ রাস্তাটিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি এখনো। 

এ ব্যাপারে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হোসেন জানান, রাস্তাটি নিয়ে ইউনিয়ন পরিষদের সভায় বিভিন্ন সময় আলোচনা করা হয়েছে। ব্যক্তিগত উদ্যোগে গুরুত্বপূর্ণ জায়গায় বালু,সুরকি ফেলা হয়েছে।

৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুর্শিদ উদ্দিন জানান, জনগনের ভোগান্তি কমাতে রাস্তাটি মেরামত করা জরুরি৷ অনেক আগেই এ রাস্তাটি সংস্কারের জন্য উপজেলা প্রকৌশল অধিদপ্তরের একজন উপ সহকারী প্রকৌশলীকে নিয়ে মেজারমেন্ট তৈরি করে উপজেলা মাসিক সভায় প্রস্তাব রাখা হয়।

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!