• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

কুমিল্লায় করোনায় ১৬ জনের প্রাণহানি


কুমিল্লা প্রতিনিধি আগস্ট ৯, ২০২১, ০৯:৪১ এএম
কুমিল্লায় করোনায় ১৬ জনের প্রাণহানি

ফাইল ছবি

কুমিল্লা : গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৫৪৪ জন।

সোমবার (৯ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন অফিস এই তথ্য নিশ্চিত করেছেন। মৃতদের মধ্যে ৯ জন পুরুষ ও ৭ জন নারী। 

তাদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ৫ জন, চৌদ্দগ্রাম, দেবীদ্বার, বরুড়া ও মনোহরগঞ্জে ২ জন করে এবং কুমিল্লা সদর, বুড়িচং ও দাউদকান্দি উপজেলায় একজন করে রয়েছেন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ১ হাজার ৯১৯ জনের নমুনা পরীক্ষায় ৫৪৪ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৪ হাজার ২৪০ জনে। আক্রান্তের হার ২৮.৩ শতাংশ।

নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১১৯, আদর্শ সদরে ২৪, সদর দক্ষিণের ৮, বুড়িচংয়ে ৩৮, ব্রাহ্মণপাড়ার ১৯, চান্দিনায় ১৪, চৌদ্দগ্রামে ৩৩, দেবীদ্বারে ৩০, দাউদকান্দিতে ৬৯, লাকসামে ১৬, লালমাইয়ে ৯, নাঙ্গলকোটে ৪২, বরুড়ায় ৩২, মনোহরগঞ্জে ২৩, মুরাদনগরে চার, মেঘনার ২০, তিতাসের এক এবং হোমনা উপজেলার ৪৩ জন রয়েছেন।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!